সেবা ডেস্ক: যুক্তরাজ্য রোবোটিক্স এন্ড অটোনোমাস সিস্টেম (UKRAS) নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতায় ‘‘Medical Robotics for Contagious Diseases Challenges 2020’ (Application বিভাগ) এ বাংলাদেশের মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) ছাত্রদের একটি দল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়নদের ৫ হাজার ব্রিটিশ পাউন্ড প্রাইজ মানি অর্জন করেছে। ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন আয়োজিত অত্যন্ত মর্যাদাপূর্ণ বিশ্বজনীন এই প্রতিযোগিতার অনলাইন পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ০৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
অন্য দুই বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের জনহপকিন্স বিশ্ববিদ্যালয় (উদ্ভাবনবিভাগ) এবং যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয় (ডিজাইন বিভাগ)। এমআইএসটির এই দলটি UVC Purge V নামের একটি UVC Disinfection Robot তৈরী করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।