ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। গত ১৬ ফেব্রুয়ারি এলাকার বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারের অলিগলি ও রাস্তার মেইন মেইন পয়েন্টে প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আলোচনায় বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যের মাধ্যমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মমিনুল ইসলামের বিভিন্ন দূর্নীতি উঠে আসে।
জমির দাখিলা কাটা বাবদ রশীদে ২শত টাকা লিখে দিয়ে ৪হাজার টাকা নেওয়া, জমি খারিজ বাবদ ৮ হাজার থেকে ১০হাজার টাকা নেওয়া এবং প্রধানমন্ত্রীর উপহার ঘর বাবদ ৫হাজার করে টাকা নেওয়ার অভিযোগ করেন। এছাড়াও এলাকাবাসী মমিনুলের চরিত্র সম্পর্কে অভিযোগ তোলেন।
ভুক্তভোগী সাজু, আব্দুর রহমান, শফিকুল সহ অন্যান্য ভুক্তভোগীও অভিযোগ তোলেন।
এ ব্যাপারে ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ জানান- ঘটনা সত্য, আমার ছোট ভাইয়ের নিকটে ৩০ হাজার টাকা চেয়েছিলো। আমি কয়েকবার তাকে সতর্ক করছি কিন্তু ফল হয়নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।