সেবা ডেস্ক: সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দ্রুত করোনার ভ্যাকসিন নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আজ শুক্রবার অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
বিজ্ঞপ্তিতে টিকা নেয়ার জন্য নিবন্ধন করে শিক্ষকদের টিকা গ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
বলা হয়েছে, অগ্রাধিকারভিত্তিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনা টিকার আওতায় আনার নির্দেশনার পর অনেক শিক্ষক টিকা নেয়ার জন্য নিবন্ধন করছেন। শিক্ষকদের অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু এখনো অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেনি। তাই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দ্রুত টিকা নেয়ার জন্য নিবন্ধন করে টিকা গ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।