আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একযুগ পরে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুর রহমান (৩০) কে গোবিন্দগঞ্জ থানা পুলিশ । এ আসামি পলাতক থাকার এক যুগ পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার দুবলাগাড়ীস্থ শ্বশুর বাড়ি থেকে বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিনুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার দামুদারপুর চিয়ারগাঁও গ্রামের আনিছুর রহমানের ছেলে।
আজ ২৫ ফেব্রæয়ারি বৃহস্পতিবার দুপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামি আমিনুর রহমানের বিরুদ্ধে জিআর ২১৪/০৭ এবং দ্রæত বিচার আইন/০২ থাকা মামলায় তাকে ৪ বছরের সাজা দেন বিজ্ঞ আদালত। এরপর আত্মসমর্পণ না করে প্রায় এক যুগ ধরে পলাতক ছিলেন আমিনুর রহমান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।