জামালপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে কারাদন্ড

S M Ashraful Azom
0
জামালপুরে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে কারাদন্ড


জামালপুর প্রতিনিধি : জামালপুরে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালত। বৃহস্পতিবার দুপুরে বিচারক মো: জুলফিকার আলী খাঁনের আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৪ সালের ১৩ই আগষ্ট ঝিনাই ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মৌজাটি গ্রামের উমর আলীর ছেলে মো: জুলহাস মিয়া (৩০) ও তার স্ত্রী মোছা: জুবেদা (২৭) আটক করে পুলিশ। 

এ ঘটনায় একই বছরের ৩০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে জামালপুর থানার অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারের পর ১২ জন স্বাক্ষীর মধ্যে ৭ জনের স্বাক্ষের ভিত্তিতে স্বামী মো: জুলহাস মিয়া ও স্ত্রী মোছা: জুবেদাকে তিন বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। বর্তমানে আসামীরা জামিন নিয়ে পলাতক রয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top