বকশীগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণ নাশের হুমকি

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণ নাশের হুমকি


সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ সরকারী উলফাতুন্নেছা সরকারী বিদ্যালয়ের নির্মাণ কাজে বাঁধাদান ও  স্কুলের জমি দখলের অপচেষ্টাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

২১ ফেব্রুয়ারী রবিবার বিকালে বকশীগঞ্জ থানায় অভিযোগ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান।

অভিযোগ দেওয়ার পর সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতা ভুগতেছে স্কুলের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা।

স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, ১৯৬২ সালে ১.৭৪একর জমির উপর স্কুল প্রতিষ্ঠা হয়। পরবর্তী ১/৭/১৯৮৭ সালে স্কুল জাতীয় করণ হয়। সম্প্রতি সহকারী কমিশনার (ভুমি) ¯িœগ্ধা দাশ ও বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইলামের সহযোগিতায় ১.৭৪ একর জমির বুঝে নিয়ে স্কুলের বাউন্ডারী দেওয়াল নির্মানের চেষ্টা কালে স্কুলের পাশ্ববর্তী বাবু লালসাহা, লাবু সাহা ও রতনসাহা গিয়ে নির্মাণ কাজে বাঁধা দেয় এবং প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি গালাজ করে। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বকশীগঞ্জ থানায় সাধারন ডাইরী করলে ক্ষিপ্ত হয়ে ২১ ফেব্রুয়ারী দলবলসহ স্কুলে ঢুকে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষককে প্রাণ নাশের হুমকি দেয়। এ নিয়ে প্রধানশিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতা ভুগছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগ পেয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top