বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত
সেবা ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী বছরব্যাপী বিভিন্ন কল্যাণমুখী ও সামাজিক কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি বঙ্গবন্ধুর সুযােগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনসাধারণের মনোবল উদ্দীপ্ত করার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি এর নির্দেশনায় আজ বুধবার (১০-০২-২০২১) বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সৈনিক ক্লাব সংলগ্ন মাঠ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত এ ম্যারাথন উদ্বোধন করেন। অত্র সেনানিবাসের সেনা অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিক ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, জাতির পিতার এই জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে পালন করা হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী এবং জাতির এই অবিসংবাদিত নেতার জন্মশত বার্ষিকী পালন করতে পেরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড নিজেদেরকে গৌরবান্বিত করেছে। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১৬ বীর এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ পরিচালনা করা হয়। ম্যারাথনে অংশগ্রহণকারী সকল সদস্য সামাজিক দুরত্ব নিশ্চিত করে দৌড় সম্পন্ন করে।

ম্যারাথন শেষে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, কমান্ডার, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড বিজয়ী সেনাসদ্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য ১৬ বীর এর অধিনায়ক, সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এই আয়োজনের সাথে অন্যান্য ইউনিট ও সংস্থার যারা সম্পৃক্ত ছিলেন তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এমন যুগান্তকারী কার্যক্রমের অংশীদার হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের প্রতিটি সদস্য অত্যন্ত গর্বিত ও অনুপ্রানিত।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top