সত্যের সাথে সন্ধি’র স্বপ্ন নিয়ে জামালপুরে ঢাকা পোস্ট’র যাত্রা শুরু

S M Ashraful Azom
0
সত্যের সাথে সন্ধি’র স্বপ্ন নিয়ে জামালপুরে ঢাকা পোস্ট’র যাত্রা শুরু


জামালপুর প্রতিনিধি: ‘সত্যের সাথে সন্ধি’ করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হল নতুন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকমের। দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে ঢাকা পোস্ট ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। 

মঙ্গলবার সকালে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শহরের তমালতলা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম, ব্রহ্মপুত্র শিল্পীগোষ্ঠীর সভাপতি জাকিউল ইসলাম খান টিপু, জামালপুর জেলা স্কাউটের কোষাধ্যক্ষ মাসুদুল হাসান কালাম, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’র দপ্তর সম্পাদক তানভীর আজাদ মামুন, রক্তের বন্ধনের সভাপতি সভাপতি আসমাউল আসিফ ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শান্ত রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে তথ্যের জন্য অনলাইন নিউজ পোর্টাল খুবই নির্ভরযোগ্য গণমাধ্যম। অনলাইন নিউজ পোর্টালের কল্যাণে খুব দ্রæত যেহেতু মানুষের কাছে তথ্য পৌছে যায়, তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। দেশে প্রচলিত অন্যান্য নিউজ পোর্টাল থেকে ব্যতিক্রম ঢাকা পোস্ট ডটকমে ভিডিও কনটেন্ট ও সংবাদ উভয়ই থাকবে, এতে করে টেলিভিশন ও সংবাদপত্রের স্বাদ পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে। তাই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সময়ের চাহিদা অনুযায়ী সংবাদ প্রকাশের মাধ্যমে অচিরেই ঢাকা পোস্ট শাক্তিশালী একটি গণমাধ্যমে পরিণত হবে বলে প্রত্যাশা করেন বক্তারা। পরে সবাইকে নিয়ে কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top