কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অপহৃত দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। এসময় দুই অপহরণকারীকে আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার ( ১৬ ফেব্রæয়ারি) দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কাজিপুর থানাসূত্রে জানা গেছে, গতবছরের ২১ নভেম্বর উপজেলার সাউদটলা গ্রামে সন্ধ্যার সময় নিজ বাড়ি থেকে পাশের দোকানে যাবার সময় ৮ম শ্রেণি পড়–য়া স্কুল ছাত্রী অপহরণের শিকার হয়। এই ঘটনায় পরদিন ২২ নভেম্বর ওই ছাত্রীর দাদী বাদী হয়ে ৬ জনকে আসামী করে কাজিপুর থানার একটি মামলা দায়ের করেন। কাজিপুর থানা পুলিশ মঙ্গলবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে অপহরণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারী বগড়–া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার মাসুদ হোসেনের পুত্র মামুন মিয়া (২৫) কে আটক করে।
অপরদিকে কাজিপুর থানা পুলিশ অপহরণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রীকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে। এসময় অপহরণকারী উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের যুক্তিগাছা গ্রামের বাবলু মিয়ার পুত্র মজন ু(৩৫) কে আটক করেছে। জানা গেছে, গত বছরের ১৫ অক্টোবর উপজেলার সাতকয়া গ্রামের নিজ বাড়ির পাশ থেকে অপহরণের শিকার হয় পঞ্চম শ্রেণি পড়–য়া ওই ছাত্রী। পরদিন ওই ছাত্রীর ভাই শাকিল বাদী হয়ে ৪ জনকে আসামী করে কাজিপুর থানায় অপহরণ মামলা করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, ‘ দুই আসামীকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর দুই ভিকটিমকে আদালত তাদের স্বজনদের জিম্মায় দিয়েছেন।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।