সেবা ডেস্ক: আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে নৌকা ও উটপাখি মার্কায় ভোট প্রার্থনা করেছেন জেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মাহতাব বিল্লাহ তানি।
জানা যায়, আজ রোববার জামালপুর পৌর এলাকার ০৬ নং ওয়ার্ডের ডাকপাড়া বিলপাড়াতে জামালপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এ জি এস নুরুল হুদা লাভলুর নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে জেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মাহতাব বিল্লাহ তানি ভোট প্রার্থনা করেন।
পৌর নির্বাচন উপলক্ষে অত্র এলাকার সকল ভোটারদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যায়, ভোটাররা আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছানু ও অত্র এলাকার কাউন্সিলর প্রার্থী লাভলুকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিজ্ঞাবদ্ধ হোন।
৬ নং ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বললে তারা জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে আমরা ছানু ভাইয়ের নৌকা ও লাভলু ভাইয়ের উটপাখি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।