লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর পক্ষে প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
রাত ১২টা ১ মিনিট থেকে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম,ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া,অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,সহ সভাপতি আঃ লতিফ সরকার,জামাল আবু নাছের চৌধুরী চার্লেস,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মানিকুল ইসলাম সহ অন্যন্যরা। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্বা শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।