কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় করেছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার। কাজিপুরের এই কৃতি সন্তান বেলা সাড়ে বারোটায় তার স্মৃতি বিজড়িত তারাকান্দি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এর আগে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। এসময় তিনি জমি আছে ঘর নেই প্রকল্পের ঘর মালিকদের হাতে চাবি তুলে দেন। এছাড়াও তাঁর নিজস্ব অর্থায়নে নির্মিত ঘরের চাবি তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ওয়ালিদ হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মেদ, কাজিপুরের সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, পিআইও একেএম শাহা আলম মোল্লা, কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার প্রমুখ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।