গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড-লাছু

S M Ashraful Azom
0
গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড-লাছু


আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ এ সভাপতি পদে-এ্যাড.আহসানুল করিম লাছু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন -এ্যাড.সিরাজুল ইসলাম বাবু ।

২৫ ফ্রেরুয়ারি বৃহস্পতিবার দিন ব্যাপী ভোট গ্রহন শেষে গণনা শেষ হতে রাত হয়ে যায়, গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে মোট ৪০ প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন অংশগ্রহণ করেন। শিক্ষা ও সংস্কৃতি পদে একজন প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট এটিএম সাইফুর রহমান চৌধুরী জানান, এবারে কোন প্যানেল নেই। সবাই পৃথকভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। মোট ভোটার ২শ’ ৫৯ জন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বারের সম্মানিত ভোটারগণ উপস্থিত হয়ে ভোট প্রদান করেন ও শেষ পর্যন্ত ভোটের ফলাফল নিয়ে ফেরেন। পছন্দের প্রার্থীদের জয়ের পর আনন্দ উল্লাস করার পাশাপাশি একে অপরের সাথে কুশল বিনিময় করেন । এদিকে নব নির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top