বান্দরবান ও খুলনায় শিক্ষিত বেকার নারীদের নিয়ে বিনামূল্যে ৫ দিনব্যাপী দুটি হস্তশিল্প কর্মশালা শুরু হয়েছে।
বান্দরবানের লামায় এক হস্তশিল্প প্রশিক্ষণে ১৫ জন নারীকে বিনামূল্যে হাতের কাজের শেলাই, নকশা তৈরী আর সূচীকর্মের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এটি যৌথভাবে আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব।
অন্যদিকে খুলনার দৌলতপুরে আরেকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। ৫ দিনব্যাপী এ কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে বøক প্রিন্ট ও ডিজাইনের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
কর্মশালা দুটি চলবে ১১ই ফেব্রæয়ারী পর্যন্ত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।