গাইবান্ধায় কিশোরীকে গলা কেটে হত্যা

S M Ashraful Azom
0
গাইবান্ধায় কিশোরীকে গলা কেটে হত্যা


আশরাফুল ইসলাম গাইবান্ধা : পরিবারের অসম্মতি প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ায় গাইবান্ধা সাঘাটা উপজেলায় নিজ বসতবাড়ীতে আতিকা আকতার (১৭) নামে এক কিশোরীকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যার করা হয়েছে । তবে নিজ পরিবারের সদস্যদের কোন এক ব্যক্তির হাতে তিনি হত্যার স্বীকার হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। মরদেহ উদ্ধার করা হলে এঘটনায় এ পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি।
হত্যার শিকার কিশোরী আতিকা আকতার (১৭) ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামের আমিনুল ইসলাম কারীর মেয়ে।
এবিষয়ে সাঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বেলাল সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক ভাবে জানা গেছে, নবম শ্রেণীর ছাত্রী আতিকার প্রেমে বাঁধা দেয়ায় মা হামিদা বেগমের সাথে পরিবারের অন্যান্য সদস্যদের বাকবিতাদন্ড সৃষ্টি হয়। এরই জেরে কে বা কারা তাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top