কাজিপুর প্রতিনিধি: সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শাহিন। শনিবার (২৭ ফেব্রæয়ারি) দুপুরে সোনামুখী ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে তিনি উপজেলার সোনামুখী গ্রামের প্রতিবন্ধী যুবক শাহিনের হারিয়ে যাওয়া চুয়ান্ন হাজার পাঁচশত এগারো টাকা ফেরৎ দিয়েছেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী শাহিন আমার বাজারের ঘরের একটি কক্ষে দীর্ঘদিন যাবৎ থাকতো। দুইদিন পূর্বে ঘর সংস্কার করতে গিয়ে ঘরের সেলিংয়ের উপর ছড়ানোভাবে টাকা ও পয়সাগুলো পাই। সেখানে পাঁচ হাজার টাকার কয়েনও ছিলো। টাকাগুলো হারিয়ে প্রতিবন্ধী যুবক ঘরের পাশে শুধু ঘোরাঘুরি করতে থাকে। কাউকে কিছু বলতেও পারে না। সাইফুল ইসলাম জানান, ‘প্রতিবন্ধী শাহিন আমার ঘরে থাকতো। কিন্তু ভাবি নাই এতোটাকা সে জমিয়ে রেখেছে। আজ টাকাগুলো তার হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।’
এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম, শিক্ষক পলাশ বাবু রনি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন, ইউপি সদস্য সোহেল রানা প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।