তুমি দিয়েছিলে ডাক হইনি স্ব-জাগছিলাম আমি নিস্তব্ধ ঘুমন্ত,গিয়াছো চলে আমাকে ভুলেশরীরটা ছিলো তখন ক্লান্ত।
ডাকিতেছি তোমায় এই নিরবতার সময়
শান্ত মনে লোকালয়ের স্তরে,
যাহা ছিলো আশা করিয়া পুরণ
আছো বুঝি তুমি গোসসা করে।
ডাকিতেছি আমি বারে বারেএসো তুমি আবার ফিরে,দেখ কত লোকজন পুষ্প হাতেতোমায় নেবে আজ বরণ করে।
একি! তুমি বলছোনা কথা আসছোনা ফিরে
আছো কি তবে অভিমান করে?
কেনই তুমি গেলে চলে
এজীবনটাকে শূন্য করে?
আসবেনা যদি এ সংসারেতবে কেন? আমার দাবি পুরণ করে,আমার পাওনা আদায় করেগেলে তুমি অন্তঃপুরে।
প্রথম যেদিন দিয়েছিলে ডাক
বায়ান্নের সেই একুশে,
গভীর ঘুমে মগ্নছিলাম
মাতৃত্বের অভ্যন্তরীণ দেশে।
আবারও তুমি দিয়েছিলে ডাকএকাত্তরের সেই রাতে,তবু্ও সেদিন পাইনি স্বজাগতুমি ডাকার সাথে সাথে।
হয়তো সেদিন আমার ভুলই ছিলো
ছিলাম না আমি জাগ্রত,
আজকে আমায় ডেকে দেখো
আজ আমি নবীন হয়ে আগত।
স্মরণ করছি এই একুশেথাকবোনা আর ঘরে বসে,তোমরা যেথায় ডাক দিয়েছোসেথায় যাবো নবীনবেসে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।