নবীনবেসে : মো. ফরিদুল ইসলাম (ফরিদ)

S M Ashraful Azom
0
নবীনবেসে  মো. ফরিদুল ইসলাম (ফরিদ)


তুমি দিয়েছিলে ডাক হইনি স্ব-জাগ 
ছিলাম আমি নিস্তব্ধ ঘুমন্ত, 
গিয়াছো চলে আমাকে ভুলে 
শরীরটা ছিলো তখন ক্লান্ত। 

ডাকিতেছি তোমায় এই নিরবতার সময় 
শান্ত মনে লোকালয়ের স্তরে,
যাহা ছিলো আশা করিয়া পুরণ 
আছো বুঝি তুমি গোসসা করে।

ডাকিতেছি আমি বারে বারে 
এসো তুমি আবার ফিরে, 
দেখ কত লোকজন পুষ্প হাতে 
তোমায় নেবে আজ বরণ করে। 

একি! তুমি বলছোনা কথা আসছোনা ফিরে 
আছো কি তবে অভিমান করে? 
কেনই তুমি গেলে চলে 
এজীবনটাকে শূন্য করে?

আসবেনা যদি এ সংসারে 
তবে কেন? আমার দাবি পুরণ করে, 
আমার পাওনা আদায় করে 
গেলে তুমি অন্তঃপুরে।

প্রথম যেদিন দিয়েছিলে ডাক 
বায়ান্নের সেই একুশে, 
গভীর ঘুমে মগ্নছিলাম
মাতৃত্বের অভ্যন্তরীণ দেশে। 

আবারও তুমি দিয়েছিলে ডাক
একাত্তরের সেই রাতে, 
তবু্ও সেদিন পাইনি স্বজাগ
তুমি ডাকার সাথে সাথে। 

হয়তো সেদিন আমার ভুলই ছিলো 
ছিলাম না আমি জাগ্রত, 
আজকে আমায় ডেকে দেখো 
আজ আমি নবীন হয়ে আগত।

স্মরণ করছি এই একুশে 
থাকবোনা আর ঘরে বসে, 
তোমরা যেথায় ডাক দিয়েছো 
সেথায় যাবো নবীনবেসে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top