উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোন ছিনতাইকালে মোটরসাইকেলসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চালা গ্রাম থেকে এ সব ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৩ জনকে আসামি করে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
এ ঘটনার বাদী মিল্টনের অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চালা গ্রামে প্রতিবেশি টুকু মিয়ার মনোহারী দোকানের পাশে বসে তার ভাগিনা মেহেদী মোবাইল ফোনে গেমস খেলছিল। রাত্রি ১১ টার দিকে মোটর সাইকেল যোগে অপরিচিত ৩ যুবক আসিয়া ভাগিনা মেহেদীকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে সন্ত্রাসী কায়দায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনাইয়া নেয় এবং পালিয়ে যাবার চেষ্টা করে।
এ সময় মেহেদীর ডাক চিৎকারে গ্রামবাসি এগিয়ে এসে মোটরসাইকেলসহ ৩ ছিনতাইকারীকে ধরে ফেলে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আগুরিয়া গ্রামের বাবু সরকারের ছেলে আলিফ সরকার (১৭), বগুড়া খান্দারপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সামিউল সোহরাব আল রুমান (১৬) ও উল্লাপাড়া উপজেলার পারমনোহরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এ এম জুলকার নাঈম বাধন নামের ৩ ছিনতাইকারীকে জনতার হাত থেকে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এরা সবাই কলেজ পড়ুয়া ছাত্র।
উল্লাপাড়া মডেল থানার অফিসাস ইনচার্জ দীপক কুমার দাস (পিপিএম) জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় গ্রেফতারকৃত ৩ জনকে রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।