জামালপুরের মাদারগঞ্জে আজ বিকেল ৪টায় নতুন জোড়খালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন মাদারগঞ্জ শাখা আয়োজিত সমাবেশে প্রধান প্রধান আলোচক ছিলেন-ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন।
ভূমিহীন আন্দোলন মাদারগঞ্জ শাখার সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আসাদুল ইসলাম মাসুদ, জামালপুর জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, মেলান্দহ শাখার সভাপতি সাংবাদিক-মানবাধিকার কর্মী শাহ্ জামাল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, নাট্যকার-গীতিকার ও শিল্পী রবিউল ইসলাম, জাহানারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সামিউল ইসলাম, গোলাম মোস্তফা মেম্বার, মাদারগঞ্জ আ’লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।