উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ চুরিসহ বিভিন্ন অপরাধে চারজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে।
উল্লাপাড়া মডেল থানা সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছিন্তাই, চুরি সহ বিভিন্ন অপরাধ করে আসছে তারা। গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়া পশ্চিমপাড়ার আঃ রাজ্জাক , ঝিকিড়া মহল্লার আশিক, লিমন ও কুদ্দুস হোসেন ।
মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, গ্রেফতারকৃতরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কাজের সাথে জড়িত থাকায় তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।