জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে হাসান মিয়া (১৫) নামে এক কিশোর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে পৌরসভার শিমলাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান শিমলাপল্লী পূর্বপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে।
থানা ও পরিবার সূত্র জানায়, হাসান ঢাকাতে রাজমিস্ত্রির কাজ করতো। মাসখানেক আগে সে বাড়িতে আসে। শুক্রবার রাতে খাওয়ার পর নিজ কক্ষে ঘুমাতে যায় হাসান।
শনিবার সকালে পরিবারের লোকজন তার কক্ষের ধর্ণার সাথ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান বলন, খবর পেয়ে পুলিশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।