মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ফ্যামিলি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে টঙ্গীর উত্তর আউচপাড়ায় (তামিরুল মিল্লাত মাদ্রাসার পাশে) এসকে টাওয়ারে উক্ত ফ্যামিলি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
ফ্যামিলি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিঃ ফরিদুল ইসলাম বলেন, আমার সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যেই আমরা এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। শুধু ব্যবসা নয়, স্বল্পমূল্যে মানুষের স্বাস্থ্যসেবা সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন আমাদের এখানে রয়েছে রোগ নির্ণয়ের জন্য রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ল্যাব। প্রশিক্ষিত টেকনিশিয়ান ও একঝাক মেধাবী চিকিৎসক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডাঃ মাহমুদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডাঃ মো. আমিনুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির ভবিষ্যত সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।