উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া মহল্লায় প্রাচীন শান্তি মন্দিরের নতুন ভবনের ভিত্তি ফলক উন্মোচন করা হয়। পৌর মেয়র এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এবং ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম আমিরুল ইসলাম আরজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যৌথভাবে মন্দিরের ভিত্তি ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে মন্দির পরিচালনা কমিটি এক অনুষ্ঠানের আয়োজন করে। মন্দিরের সাবেক সভাপতি নিতাই পালের সভাপতিত্বে এবং সাংবাদিক কল্যাণ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি সুনীল কুমার পাল, সহকারী অধ্যাপক কমলেশ বাগচী, প্রকৌশলী সুভাষ দত্ত, শিক্ষাবিদ নিধিরাম সরকার, অমৃত লাল পাল, মন্দির কমিটির সম্পাদক রতন কুমার দেব, অসীম সরকার, প্রাণ কৃষ্ণ পাল প্রমুখ। অনুষ্ঠানে মেয়র নজরুল ইসলাম মন্দির ভবন নির্মাণে পৌরসভা থেকে ১ লাখ টাকার অনুদান প্রদানের ঘোষনা দেন।
উল্লাপাড়ায় প্রাচীন শান্তি মন্দিরের ভিত্তি ফলক উন্মোচন
ফেব্রুয়ারী ০৩, ২০২১
0
ট্যাগস
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।