সেবা ডেস্ক: প্রথম ধাপে সারাদেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২ শত ৫০ চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গতকাল শনিবার দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
বাকি ১২১টি ইউনিয়নের মনোনয়ন জানা যাবে সোমবার।
একই সঙ্গে কাজী শহিদুল ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনে অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
আগামী ১১ এপ্রিল আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।