করোনার ২ য় ডোজ নেয়ার পর প্রতিরোধ ক্ষমতা বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
করোনার ২ য় ডোজ নেয়ার পর প্রতিরোধ ক্ষমতা বাড়বে স্বাস্থ্যমন্ত্রী


সেবা ডেস্ক: করোনা ভ্যাকসিনের ২য় ডোজ নেয়ার পর মানবদেহে করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মানুষ করোনার ভ্যাকসিন পেয়ে আনন্দিত। কিন্তু ভ্যাকসিন নেয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা দিয়েছে। 

ভ্যাকসিন নেয়ার পর মানুষের মধ্যে ধারণা জন্ম হয়েছে-আমি করোনা মুক্ত, আমার আর করোনা হবে না। বিষয়টি আসলে তা নয়। 

ভ্যাকসিন নেয়ার সঙ্গে সঙ্গে করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। সংক্রমণের হার যদি বেড়ে যায় তাহলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। যতটা সম্ভব সামাজিক অনুষ্ঠান বাদ দিতে হবে। 

গতবছরের করোনার মোকাবিলার কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ার পেছনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছিল। 

প্রধানমন্ত্রীর গাইড লাইন অনুযায়ী আমরা করোনা মোকাবিলায় কাজ করেছি। প্রথমত আমরা মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলেছি। 

বর্তমানে মানুষ এখন আর মাস্ক ব্যবহার করে না। সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। যার ফলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক আফম, সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার প্রমুখ।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top