জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯২ তম জন্মবার্ষিকী রাজধানীর উত্তরায় কেক কর্তন, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়।
শুক্রবার দিবাগত (২০ মার্চ) রাত ১২ টা ১ মিনিটে ঢাকা মহানগর (উত্তর) তুরাগ থানা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লেহাজ উদ্দিন সরকারের ব্যবস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম দয়া, ফররুখ শাহজাদ শুভ, মিঠু মিয়া, জহুরুল ইসলাম, আব্দুল আলিম সহ অনেকে।
পরে বিভিন্ন শ্রেণিপেশার জনতাকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়।
এরপর হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা ও পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতা কামনা করে দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।