আশরাফুল ইসলাম গাইবান্ধা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে গাইবান্ধার সর্বস্তরের মানুষ।
আজ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা পৌর পার্কের পার্শ্বে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র মোঃ মতলুবর রহমানসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে শত শিশু মুজিব চরিত্রের কন্ঠে জাতীয় সঙ্গীত ও শত পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
কেক কাটা শেষে বেলুন উরিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় আতশবাজী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।