বকশীগঞ্জ প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ৮ টায় কুচঁকাওয়াজ, সালাম প্রদর্শন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় বীর মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় বক্তৃতা করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান , বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ , বীর মুক্তিযোদ্ধা সুহৃদ জাহাঙ্গীর , ব্যবসায়ী আবদুল হামিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন সুধীজনদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।