সেবা ডেস্ক: ২০১৪ সালে প্রতিবেশি দেশ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালের ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেছিলেন। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ খালেদা জিয়া ও বিএনপির প্রতিনিধিদলের সাথে তাঁর সাক্ষাৎ হয়।
তখন বিএনপির প্রতিনিধিদলের সাথে ৪০ মিনিট দীর্ঘ কথা হয় নরেন্দ্র মোদী। ওই সফরে তিনি সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সাথেও বৈঠক করেন।
এবার খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হওয়ার কারনে মোদির সাথে সাক্ষাৎ পাননি। তাই রাগে-ক্ষোভে পরিকল্পিতভাবে মোদীর সফরকে কেন্দ্র করে অতি-আবেগী জনতাকে উষ্কে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে বিএনপি-জামায়াতের ক্যাডাররা।
এখানে ধর্মের সাইনবোর্ডের আড়ালে রাজনীতি, না কি শুধুই ধর্মীয় মূল্যবোধ; তা নিয়েও আছে নানা প্রশ্ন। মাঝখানে লাশ হলেন চারজন।
খেয়াল করে দেখবেন, বিএনপি-জামায়াত কর্মী-সমর্থকরা উষ্কালেও তাদের দল কোন বিবৃতি দেয় নাই।
লেখক
সচেতন নাগরিক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।