ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে নানা অনিয়ম, দুর্নীতি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানোর অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ। 

বুধবার বেলা দেড়টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল কলেজমোড় চত্বরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মহি উদ্দিন, সাবেক ইউনিয়ন কমান্ডার আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা সেলিম সিদ্দিকী প্রমুখ।  

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বলেন,যাচাই বাছাই বোর্ডে যারা আসেননি তাদেরকেও মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। 

অনেকে শুধু দেখা করে গেছেন তাদেরকেও মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে। তারা আরও বলেন, যাচাই বাছাই তালিকার মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ২০/২২ জনের বেশী হবেনা। 

সেখানে ৬৭ জনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। তাছাড়া রাজাকারের তালিকা আলাদা করার নিয়ম থাকলেও তারা তা করেননি। 

পরে প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বলেন, যাচাই বাছাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের নাম বাদ পড়ার খবর শুনে মঙ্গলবার তিনি হার্টফেল করে মারা গেছেন। 

এ ছাড়াও জলিল, জয়নাল আবেদীন ও ছালাম নামে কতিপয় মুক্তিযোদ্ধাকে বাদ দেয়া হয়েছে। 

ফলে প্রকৃত মুক্তিযোদ্ধার সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে পুন: যাচাই বাছাইয়ের দাবি জানান তারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top