ভালোবাসার টা‌নে দেওয়ানগঞ্জের কি‌শোরী ভার‌তে

S M Ashraful Azom
0
ভালোবাসার টা‌নে বাংলা‌দেশী কি‌শোরী বর্ডার পাড় হয়ে ভার‌তে


সেবা ডেস্ক:  জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর দি‌য়ে দেওয়ানগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের এক কি‌শোরী‌কে পুশবেক ক‌রে দি‌য়ে‌ছে বিএসএফ।

আজ ১৮ মার্চ (বৃহস্প‌তিবার) বিকাল ৪ টায় পার্শ্ববতী দেওয়ানগঞ্জ উপ‌জেলার ভারত সীমান্ত ঘেষা উত্তর র‌হিমপুর গ্রা‌মের মিস্টার আলীর ৭ম শ্রেণি পড়ুয়া কন্যা মে‌রিনা আক্তার প্রেমের টা‌নে সীমান্ত পাড় হ‌য়ে ভার‌তে প্রবেশ ক‌রে। 


ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএসএফ`র নজ‌রে আসলে মে‌রিনাকে তা‌দের হেফাজ‌তে নি‌য়ে যায়।


জানা‌ গে‌ছে, বাংলা‌দেশ-ভারত সীমা‌ন্তের বাংলাদেশ অভ্যন্ত‌রে উত্তর র‌হিমপুর এলাকার সীমান্তে ভারতীয় নাগ‌রিক আক্তার হো‌সে‌নের সা‌থে প্রেমের সম্প‌র্কে জ‌ড়ি‌য়ে প‌রে‌ছিল দাবী মে‌রিনার।

ভারতীয় বিএসএফ`র কোম্পানী কমান্ডার ইন্স‌পেক্টর এস.কে বিশল বাংলাদেশ বি‌জি‌পি ধানুয়া কামালপুর বিও‌পি`র সু‌বেদার মোঃ আজমল হো‌সেনের নিকট মে‌রিনা‌কে হস্তান্তর ক‌রে‌ছেন।



একই সম‌য়ে সু‌বেদার আজমল হো‌সেন মে‌রিনা‌কে বক‌শিগঞ্জ থানা পু‌লি‌শের এস.আই মোঃ মুন্তাজ আলীর হেফাজ‌তে দি‌য়ে‌ছেন।

এসময় ধানুয়া কামালপুর ইউ‌পি সদস্য সাইফুল ইসলাম ও স্থানীয় গণমাধ‌্যমকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। 



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top