সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাকরাপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ১৫ বছর বয়সী কিশোরীসহ কথিত সাংবাদিককে আটক করে গনধোলাই দিয়েছে এলাকাবাসী।
জানা যায়, বছর দুই আগে ডাকরাপাড়া গ্রামের রেজাউলের ছেলে হাবিল মিয়া উক্ত কিশোরীকে বিয়ে করে। বিয়ের পর থেকে কয়েক দফা ছাড়াছাড়ি ও পুনরায় বিয়ে হয়। গতকাল সোমবার রাত ১০টায় কিশোরীকে নিয়ে স্থানীয়রা আপোষ মিমাংসায় বসার কথা ছিল। কথিত তিন সাংবাদিক ফারুক মিয়া, আলমগীর হোসেন ও লিটন মিয়া মিমাংসায় অংশগ্রহন করার জন্য ডাকরাপাড়া এলাকায় আসে এবং এদের মধ্যে লিটন ওই তরুনীকে কথা বলার উদ্যোশে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। ফেরত আসতে দেরি হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে এলাকার কয়েকজন ভুট্টা ক্ষেতে গিয়ে তাদের দুজনকেই আটক করে গনধোলায় দেয় ও কিশোরীসহ লিটনকে গাছের সাথে বেধে রাখে। পরে সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ নারী ও কথিত সাংবাদিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।