বামের-ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমিতি’র নির্বাচন

S M Ashraful Azom
0
বামের-ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমিতি’র নির্বাচন


শিব্বির আহমদ রানা বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন, পৌরসভার দক্ষিণ জলদী ও চাম্বল ইউনিয়ন নিয়ে গঠিত 'বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ' (নিবন্ধন-৮১) এর ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। 

গত বৃহস্পতিবার উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

এতে ১২ টি পদে বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে ২২ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন। 

পানি ব্যবস্থাপনা সমিতির নির্বাচনী এলাকাকে ৪টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লক থেকে সদস্যদের প্রত্যক্ষভোটে দু'জন সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হবে।

 বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা সমবায় অফিসার গাজী মু. ফারুখ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেকের যৌথ স্বাক্ষরে সমায় বিধিমালা ৪ এর ৩২ বিধিমতে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ৩ নং ব্লক মনকিচরে সাধারণ সদস্য হিসাবে মোহাম্মদ বেলাল উদ্দিনকে (তালা-চাবি) প্রতিকে নির্বাচিত ঘোষণা করা হয়। 

মুহাম্মদ বেলাল উদ্দিন সিকদার বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচারসম্পাদক, শীলকূপ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক, উত্তর মনকিচর ওয়াজেদিয়া সরকারি প্রথামিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি হিসেবে আছেন বর্তমানে। 

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত এ সদস্য সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। সমিতির কাজকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।   



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top