নিজস্ব প্রতিবেদক: অনেক পুরুষ আমাদের আন্দোলন দেখে হাসে। অথচ সে নিজেই নির্যাতনের শিকার বলে মন্তব্য করেছেন পুরুষ অধিকার ফাউন্ডেশনের ঢাকা মহানগরের সদস্য সচিব মাজেদ ইবনে আজাদ।
মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় স্থানীয় পুরুষ অধিকার নেতাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুরুষ অধিকার নেতা মাজেদ বলেন, ঘরে ঘরে পুরুষ নির্যাতন হয়, কিন্তু প্রকাশ পায় না! পুরুষেরা আত্মসম্মান রক্ষা করতে গিয়ে লজ্জাবন্দি হয়ে প্রতিকারের পথও খোঁজেনা। নির্যাতনের শিকার হচ্ছেন সরকারি-বেসরকারি কর্তা থেকে শুরু করে সব পেশার পুরুষ।
মতবিনিময়কালে ঢাকা মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক লেহাজ উদ্দিন সরকার, স্থানীয় পুরুষ অধিকার নেতা মঞ্জুরুল ইসলাম, আবু রায়হান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।