শামীম তালুকদার: সারাদেশে ন্যায় বাংলাদেশ পুলিশের কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরনকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানাতে জামালপুরে পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১।’
আজ সোমবার (১লা মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে-২০২১-তে জামালপুর জেলায় কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পরিবারকে সাথে নিয়ে স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে মৃত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।
এছাড়াও, জামালপুর জেলার শাখার পিবিআই, সিআইডি জামালপুর, ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টার জামালপুর, পুলিশ লাইন্স জামালপুর, জেলা বিশেষ শাখা জামালপুর, জেলা গোয়েন্দা শাখা জামালপুর, সদর ট্রাফিক জামালপুর, সদর পুলিশ কোর্ট জামালপুর, জামালপুর সদর থানা, সরিষাবাড়ি থানা, মেলান্দহ থানা, মাদারগঞ্জ মডেল থানা, ইসলামপুর থানা, দেওয়ানগঞ্জ মডেল থানা ও বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সম্রাট স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে মৃত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
 |
বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সম্রাট স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করেন |
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টার জামালপুর |
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে পুলিশ লাইন্স জামালপুর
|
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে জেলা বিশেষ শাখা জামালপুর |
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে জামালপুর সদর থানা |
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে সরিষাবাড়ি থানা |
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে মেলান্দহ থানা
|
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে মাদারগঞ্জ মডেল থানা |
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে ইসলামপুর থানা
|
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে দেওয়ানগঞ্জ মডেল থানা
|
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে সদর পুলিশ কোর্ট
|
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে জেলা গোয়েন্দা শাখা, জামালপুর
|
 |
স্মৃতিস্তম্ভে ফুলেল পুষ্পস্তবক স্থাপন করে সদর ট্রাফিক, জামালপুর
|
পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’র আলোচনা সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে গিয়ে দায়িত্ব পালনের সময় যে পুলিশ সদস্যরা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি জনগণ চিরকৃতজ্ঞ এবং তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীকে গর্বিত করেছে।
শেয়ার করুন
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।