কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হাটশিরা গ্রামের ভ্যানগাড়ি চালক সুলতান মিয়া (৫০) নিজ বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হতে পারছেন না। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সরেজমিনে ওই বাড়ি গিয়ে দেখা গেছে ভ্যান নিয়ে চলাচলের রাস্তায় ইট দিয়ে প্রাচীর নির্মাণ করেছেন জমি বিক্রেতা একই গ্রামের আবু বক্কার।
স্থানীয়সূত্রে জানা গেছে, গত ২০১১ সনে নিজ বাড়ি থেকে ভ্যানগাড়ি নিয়ে মূল রাস্তায় যাবার জন্যে ভ্যানচালক সুলতান প্রতিবেশি আবু বক্কারের নিকট থেকে চার শতাংশ জমি ক্রয় করে কবলা দলিল করেন। তখন থেকে সুলতান ভ্যানগাড়ি নিয়ে ক্রয়কৃত জায়গা দিয়ে চলাচল করে আসছিলেন। গত মাসে হঠাৎ করে জমি বিক্রেতা আবু বক্কার সুলতানের চলাচলের রাস্তায় ইট দিয়ে প্রাচীর নির্মাণ করেন। বাধা দিতে গেলে ওই ভ্যানচালককে নানা প্রকার হুমকী ধামকি দেন তিনি। এ নিয়ে গ্রাম্য সালিশি বৈঠক হলেও তাতে কোন সমাধান হয়নি।
এদিকে দলিলে যে অংশের জমি বিক্রির কথা উল্লেখ আছে সে অংশেই ওই রাস্তা ছিলো বলে দাবী করেন ভ্যানচালক সুলতান। তিনি বলেন, ‘ গায়ের জোরে ওরা আমাকে এখন দখল দিচ্ছে না। এদিকে অন্যের জমি দিয়ে চলছি এখন। তারাও আর তাদের জমি দিয়ে চলতে দেবে না। ভ্যান নিয়ে না বাইর হলে সংসার চলবে না।’
ওই জমির বিক্রেতা আবু বক্কার জানান, ‘জমি আগে ঠিকই দিয়েছিলাম। ওরা আমাদের সাথে ঝগড়া করেছে। তাছাড়া ওখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। তাই অন্যপাশ থেকে সুলতানকে জমি বুঝে দিয়েছি।’
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার আলী জানান, ‘ আবু বক্কার সুবিধার লোক নয়। উনার বিক্রিত জমি দিয়ে সুলতান চলাচল করলেও এখন উনি তা মানছেন না। এজন্যে সুলতানকে আইনের আশ্রয় নিতে বলেছি। ’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।