সেবা ডেস্ক: স্থগিত হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত লক্ষে ১৮ মার্চ প্রজ্ঞাপন দিয়েছেন নির্বাচন পরিচালনা অধিদপ্তর শাখার উপসচিব মো. আতিয়ার রহমান।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধি মালা ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে জারীকৃর্ত স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৮.০০২.২১.১১৪ মূলে স্থগিতকৃত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়েছিলো (ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২ দিন পূর্বে) সে পর্যায় হতে নিম্নলিখিত তারিখে ভোট গ্রহণ সম্পন্নের লক্ষ্যে মাননীয় নির্বাচন কমিশন সিধান্ত প্রদান করেছেন।
উল্লেখ্য, ৫ম ধাপে ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিলো, আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন।
পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, মাননীয় নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।