বকশীগঞ্জে প্রয়াত পিআইওর স্মরণে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে প্রয়াত পিআইওর স্মরণে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খানের অকাল মৃত্যুতে দোয়া ও শোক সভা করেছে উপজেলা প্রশাসন। 

রোববার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দোয়া ও  শোক সভা অনুষ্ঠিত হয়। 

শোক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাস জেহাদ, উপজেলা সহকারী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ। 

শোক সভায় বক্তারা বলেন, পিআইও হাসান মাহবুব খান বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। 

বিশেষ করে করোনাকালীন সময়ে তার ভূমিকা ছিল খুবই প্রশংসনীয়। তারা শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার জানান, পিআইও হাসান মাহবুব খানের চাকুরী এখনো স্থায়ী হয় নি। 

ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে তার পরিবার যেন বঞ্চিত না হয় সেজন্য সরকারের কাছে পিআইওর চাকুরী মরনোত্তর স্থায়ী করার দাবি করছি। একই সাথে তিনি প্রয়াত পিআইও’র স্ত্রীকে যোগ্যতা অনুযায়ী একটি স্থায়ী চাকুরীর ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেন। শোক সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা দোয়া করা হয়। 

গত শুক্রবার রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পিআইও হাসান মাহবুব খান। তিনি মৃত্যুকালে মা, দুই ভাই, স্ত্রী ও সাড়ে তিন মাস বয়সি একটি ছেলে সন্তান রেখে গেছেন। 
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top