শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম চাম্বল ডিপুটি ঘোনা গোদার পাড় এলাকায় স্থানীয় আমির হোছেন প্রকাশ কালুর চা-দোকানে বড় অংকের টাকার বাজিতে প্রকাশ্যে চলছে জোয়ার আসর।
এর ফলে দিন দিন এলাকার আইনশৃংখলার অবনতি হচ্ছে। উদ্ধিগ্ন হয়ে পড়েছে স্থানীয় সচেতন অভিভাবক মহল। স্থানীয়দের দাবী, এই সব অপকর্ম দমনে প্রশাসনের নেই কোনো উদ্যোগ।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার পশ্চিম চাম্বল ডিপুটি ঘোনা গোদার পাড় সংলগ্ন আমির হোছেন প্রকাশ কালুর চা-দোকানের আলাদা কক্ষে এলাকার চিহ্নিত জোয়াড়ী সম্রাটদের ছত্র ছায়ায় জোয়াড়িরা নির্বিচারে বিনা বাঁধায় প্রকাশ্যে রাত-দিন চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত জোয়ার আসর। রাতে চলে বিভিন্ন মাদকসেবন। এদের জোয়ার ধরণে রয়েছে নয় তাসের জোয়া, ডিম খেলা সহ নানা রকম জোয়ার নাম।
এসব জোয়ার আসরে প্রতিনিয়ত নিত্য নতুন জোয়াড়ী যুক্ত হচ্ছে। ফলে প্রতিদিন কোথাও না কোথাও ঘটেছে চুরি ছিনতাইসহ ইভটিজিংয়ের মতো ঘটনা। তাদের বিরূদ্ধে কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে অত্যাচার। এর কারণে স্থানীয়রা উদ্ধিগ্ন হয়ে থাকে সবসময়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রশাসনের অবহেলার কারণে আজ তারা এলাকায় মাদক ও জোয়ার আসরে বসে। আতংকের মধ্যে থাকতে হয় আমাদের কখন যে আমাদের ছেলে মেয়েরা মাদক ও জোয়ায় আসক্ত হয়ে পড়ে। তাই ছেলে মেয়েদেরকে এসব অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে এবং গোদার পাড় এলাকার আমির হোসেনের চা-দোকান সহ বিভিন্ন স্পটে মাদক ও জোয়ার সাথে জড়িতদেরকে কঠিন শাস্তির আওতায় আনার জন্য বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীরের হস্তক্ষেপ কামনা করেন।
পশ্চিম চাম্বল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদ উল্লাহ বলেন, 'আমির হোসেন প্রকাশ কালুর চা-দোকানে জোয়াড়ীদের সমাগম হয়। এখানে নিত্য জোয়া খেলায় মেতে উঠে জোয়াড়িরা। আমরা ইউনিয়ন পরিষদে পক্ষ থেকে বাঁধা দিতে যাবো এমন খবর পেয়ে জোয়ার আসরে পাহারা থাকা লোকজন তাদেরকে সরিয়ে দেয়। এ বিষয়ে আমি চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে অবগত করলে তিনি দ্রুত এদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।'
এই বিষয়ে বাঁশখালী থানার (ওসি) অফিসার ইনচার্জ সফিউল কবির দৈনিক অধিকারকে জানান, 'জোয়ার বিষয়ে আমি অবগত হলাম। তাদের বিরুদ্ধে আমরা এর ব্যাপারে দ্রæত ব্যবস্থা নিচ্ছি।'
তাছাড়া বাঁশখালীর যে কোন প্রান্তেই জোয়ার আসর বসছে খবর পেলে বাঁশখালী থানা পুলিশ তাদের বিরোদ্ধে ব্যবস্থা নিবে।
ছবি-জোয়া খেলায়মগ্ন গোদার পাড়ের জোয়াড়ীরা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।