ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: গত ৭নভেম্বর ২০২০ ইং দৈনিক গণকন্ঠ, দৈনিক পত্রিকা সহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত, ঝড়, বৃষ্টি, কুয়াশায় খোলা আকাশের নিচে প্রতিবন্ধী নারী এমন খবর প্রকাশের পর স্থান পরিবর্তন হলেও ভাগ্যের কোন পরিবর্তন হয়নি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ টু সানন্দবাড়ী রাস্তার কাঠারবিল মহারানী ব্রিজের দক্ষিণ পাশে বসে থাকা পঞ্চাশ উর্ধ্ব প্রতিবন্ধী নারীর।
খবর প্রকাশের পর তার একমাত্র মেয়ে রাস্তা হতে তুলে নিয়ে যায় মাকে।
কিন্তু যে লাউ সেই কদু, সেটিও আরও পঁচা কদু। বর্তমানে সেই প্রতিবন্ধী ফুল বানুর ঠাই হয় ঝালোরচর বাজারের দক্ষিণ পাশে ধুলোয় অন্ধকারাচ্ছন্ন রাস্তার পাশে বট গাছের নিচে।
রাস্তায় চলাচলরত লোকজনের দেয়া খাবারই তার রিযিকের উৎস। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্র বলেন এই ধুলোবালুর রাস্তার চেয়ে মহারানী ব্রিজের পাশেই ভালো ছিলো। কোন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের সু-নজরে এলে শেষ জীবনটা হয়তো ভালো থাকতো এই প্রতিবন্ধী বৃদ্ধা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।