কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অপরাধে ১১ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিন বাঁশজানি গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের জুয়া খেলার সময় রইচ উদ্দিন(৩০), লাভলু মিয়া (৪৫), শহিদুল ইসলাম (৪০), আজিমুদ্দিন (৪৫), ইদ্রিস আীল (৩৪), আবু নাসের সানা উল্লাহ (২৮), হাবিবুর রহমান (৩০), আবুশামা (৩৯), জুলহাস উদ্দিন এবং পশ্চিছাট গোপালপুর গ্রামের হাফিজুর ইসলাম ২৩) ও মনছুর আলী (২০) কে আটক করে ।
ওসি আলমগীর হোসেন জানান, নিয়মিত মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।