“তুই ছাড়া সবই ভুল” গানের মিউজিক ভিডিও নিয়ে সাধারণ ডায়েরী

S M Ashraful Azom
0
“তুই ছাড়া সবই ভুল” গানের মিউজিক ভিডিও নিয়ে সাধারণ ডায়েরী


মাসুদুর রহমান: “তুই ছাড়া সবই ভুল” গানের মিউজিক ভিডিও নিয়ে মুগদা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডাইরেক্টর খান রায়হান বাদী হয়ে গীতিকার রাকিবুল হাসান সহ অজ্ঞাত কয়েকজনের নামে গতকাল বৃহস্পতিবার (৬ মে)  রাতে মুগদা থানায়  সাধারণ ডায়েরী করেন।

জানা যায়, জীবন ওয়াসিফ এর সুরে বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও নাদিরা মুক্তার কন্ঠে ‘তুই ছাড়া সবই ভুল’ শিরোনামে গানটি ১৪ ফেব্রুয়ারী ইউটিউব চ্যানেল এস এ চয়েস মিউজিক থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। 

গানটির কথা লিখেছেন রকিবুল হাসান। মুশফিক লিটুর সঙ্গীতায়োজন এ খান রায়হান নির্মাণ করেন মিউজিক ভিডিও। এতে পারফর্ম করেছে নাজমুল হাসান ও বকুল ইসলাম অন্নি।

সাধারণ ডায়েরী সুত্রে জানা গেছে,এস এ চয়েস মিউজিক ব্যবস্থাপক পরিচালক,গীতিকার  রাকিবুল হাসানের সঙ্গে “তুই ছাড়া সবই ভুল” গানে ডাইরেক্টর খান রায়হান সকল খরচ বহন করে মিউজিক ভিডিও ধারণ করেন। 

কৌশলে ধারণকৃত মিউজিক ভিডিও বাদ দিয়ে ব্যবসায়িকভাবে খান রায়হানকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অন্যদের দিয়ে মিউজিক ভিডিও ধারণ করে বাজারে বাহির করার চেষ্টা করে এস এ চয়েস মিউজিক কতৃপক্ষ।  

সংবাদ পেয়ে গানের গীতিকার রকিবুল হাসান হাসানের সাথে খান রায়হান যোগাযোগ করিলে  ৪ মে  রাত ১০ টায় তার ব্যবহৃত মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপে কল দিয়ে গানের মিউজিক ভিডিওর ব্যাপারে জানতে চাওয়ায় সে খান রায়হানকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি-ধমকি প্রদান করে।  পরে ডাইরেক্টর খান রায়হান বাদী হয়ে ৬ এপ্রিল রাতে মুগদা থানায় সাধারণ ডায়েরি ( নং- ৩৯৬, তারিখ -৬/৫/২০২১ ইং) দায়ের করে।

এস এ চয়েস মিউজিকের ব্যবস্থাপক পরিচালক,গীতিকার  রাকিবুল হাসানের সঙ্গে মুঠোফোনে বক্তব্য চাইলে এ বিষয়ে তার কোন বক্তব্য নেই বলে তিনি জানান৷

এ বিষয় নিয়ে কথা হলে ডাইরেক্টর খান রায়হান জানান, আমি তাদেরকে অনেকবার বলেছি যে, ভাই আমার উপর আপনারা জুলুম করা শুরু করবেন না। তারা আরো আমাকে হুমকি-ধমকি দিয়েছে। আমাকে তারা দেখে নেবে তাই আমি আইনের আশ্রয়ে উপনীত হয়েছি। 

আমি খুব তাড়াতাড়ি চিন্তা করতেছি তাদের নামে সুপ্রিম কোর্ট থেকে লিগ্যাল নোটিস পাঠাবো। আমার উকিলের সাথে কথা হয়েছে এবং তার কাছে আমি সমস্ত কাগজপত্র হস্তান্তর করি। আমি আশা করব খুব তাড়াতাড়ি আমি সুষ্ঠু বিচার পাব এবং এই কোম্পানির আরো অনেক দুর্নীতি আমি আপনাদের মাঝে তুলে ধরব।   



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top