মির্জাপুরে ভুয়া পুলিশ আসল পুলিশের হাতে আটক

S M Ashraful Azom
0
মির্জাপুরে ভুয়া পুলিশ আসল পুলিশের হাতে আটক



সেবা ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মোটরসাইকেল চালকের গতিরোধ করে প্রতারণা করতে গিয়ে আটক হয়েছে এক ভুয়া পুলিশ। গতকাল বুধবার (১২ মে) দুপুরে উপজেলার ধল্যা বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।


মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে থাকা মির্জাপুর থানার এস.আই হাবিবুর রহমান সেখানে উপস্থিত হয়ে জানতে পারেন এক ব্যক্তির মোটরসাইকেলের কাগজপত্র আছে কিনা তা দেখা হচ্ছে। কিন্তু বর্তমানে মহাসড়কে গাড়ি তল্লাশি করার কোনো নির্দেশনা না থাকায় সন্দেহ হওয়ায় ওই ভুয়া পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন এস.আই হাবিব।


সে কোন থানায় কর্মরত ইত্যাদি বিষয়ে জানতেই বের হয়ে আসে তার আসল পরিচয়, নিজেই স্বীকার করেন তিনি পুলিশ নয়। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। সে পুলিশের ড্রেস পরিহিত অবস্থায় ছিলো বলে জানিয়েছে মির্জাপুর থানা পুলিশ।


আটককৃত ভুয়া পুলিশ দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া বটতলা গ্রামের শাহিনুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৪)।

এ ব্যাপারে সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top