কাজিপুর প্রতিনিধি: এবারে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে মিথ্যে সংবাদের প্রতিবাদ জানালেন ১২ ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সম্পাদকগণ।
মঙ্গলবার (১১ মে) দুপুরে কাজিপুর উপজেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পড়ে শোনান কাজিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।
১২ ইউনিয়নের সভাপতি সম্পাদকের পক্ষে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় একটি অখ্যাত অনলাইন পত্রিকায় পর পর দুইদিন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এবং কাজিপুরের বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের মধ্যে গ্র্রুপিংয়ের রাজনীতি শুরু হয়েছে বলে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়।
এই কথাটিকে সবৈব মিথ্যা দাবী করে তারা উল্লেখ করেন উপজেলা চেয়ারম্যান খলিল সাহেব ব্যক্তিগতভাবে দলের জন্যে নিবেদিতপ্রাণ একজন নেতা।
তিনি নিরলসভাবে প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের নির্দেশনা মোতাবেক দলকে পরিচালিত করে আসছেন। সকল উন্নয়ন কর্মকান্ড যখন দ্রæত হচ্ছে তখনি মহল বিশেষ এই অপপ্রচার চালাচ্ছে। কাজেই প্রকাশিত সংবাদের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।