টঙ্গীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ

S M Ashraful Azom
0
টঙ্গীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ



মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী : টঙ্গীতে আবারো ভয়াবহ অগ্নিকান্ডে ঘরবাড়ি ঝুটের গোডাউন, দোকানপাটসহ অর্ধ শতাধিক বস্তিঘর পুড়ে ছাই হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে পাশাপাশি এলাকায় এ অগ্নিকান্ড ঘটলো। স্থানীয় চুড়িফ্যাক্টরি মহল্লা শুক্রবার রাত ৩টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এর আগে বৃহস্পতিবার রাতে পাশেই অলিম্পিয়া বর্জিত তুলা গোডাউন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়। 

বস্তিবাসীরা জানান, ঠিক একদিন পর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৫নং ওয়ার্ড মিলগেইট চুড়ি ফ্যাক্টরী মহল্লায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

খবর দেয়া হলে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে আগুনের ভয়াবহতায় কারণে উত্তরা ও টঙ্গী স্টেশন মোট ৭টি ইউনিট ভোর ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

৫৫নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী শিমা আক্তারের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় বস্তিবাসীদের মাঝে আজ দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন, মো: ফারুক হোসেন, ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদস্য সৈয়দ নিরব হোসেন, ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, মো: শাহ আলী, নূরুল আমিন প্রমুখ।

এদিকে ক্ষতিগ্রস্ত অসহায় বস্তিবাসীদের মাঝে নিজ অর্থায়নে রাতের রান্না করা খাবার বিতরণ করেন ৫৫নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসা: আম্বিয়া বেগম। খাবারের তালিকায় ছিল কাচ্চি বিড়ানী। খাবার খেয়ে বস্তিবাসীরা আওয়ামীলীগ নেত্রী আম্বিয়া বেগমের জন্য দোয়া করেন।  

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top