শামীমুল ইসলাম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে জঙ্গীবাদ,সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা দূরীকরণে ইমামদের করণীয় বিষয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২শে জুন ২০২১)ইসলামিক ফাউন্ডেশন বকশীগঞ্জ শাখার উদ্যোগে দুপুরে সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট এর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেন, মডেল কেয়ারটেকার মওলানা এনায়েত উল্লাহ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।
ইমাম সম্মেলনে সন্ত্রাস, জঙ্গীবাদ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মসজিদে খোতবায় বয়ানের মাধ্যমে মুসল্লিদের এই বিষয়ে আলোচনা করা, যে কোন সরকার বিরোধী গুজবে কান না দিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রভূতি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষপ্রাপ্ত ইমামবৃন্দ অংশ নেয়
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।