অপরিকল্পিত নির্মাণ: সেনগাঁতী সড়ক সেতু হুমকির মুখে গাইড ওয়ালের ধস

S M Ashraful Azom
0
অপরিকল্পিত নির্মাণ সেনগাঁতী সড়ক সেতু হুমকির মুখে গাইড ওয়ালের ধস



উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপরিকল্পিতভাবে সড়ক সেতুর গাইড ওয়াল নির্মানের ৩ বছরের মাথায় ধসে পড়ায় উপজেলার দূর্গানগর ইউনিয়নের সেনগাঁতী সড়ক সেতুটি হুমকির মুখে পড়েছে। গাইড ওয়াল ধসে পড়ায় এলাকার জনগণের চলাচলে জনদুর্ভোগে পরিণত হয়েছে। 

সরজমিনে গিয়ে এলাকাবাসি সুত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গত ২০১৭-১৮ অর্থ বছরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন বাজার হতে সেনগাঁতী নামক স্থানে সড়কের উপর ৪০ ফিট দৈর্ঘ্যরে সেতু নির্মান করা হয়। সেতুটি নির্মানের ফলে ৪টি ইউনিয়নের প্রায় দেড় লাখ লোক ওই সেতুর উপর দিয়ে যাতায়াত করে থাকে। কয়েকদিন ধরে অতিবৃষ্টি পাতের ফলে সেতুর দু’পাশের গাইড ওয়াল ধসে পড়ায় উপজেলা শহরের সাথে প্রায় ৮-১০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উপজেলার দূর্গানগর, মোহনপুর, কয়ড়া ও সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম অংশের প্রায় দেড় লাখ লোক চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।

সেনগাঁতী গ্রামের হাজী তাইজুল ইসলাম, খোকন প্রাং ও ছাবিল অভিযোগ করে জানান, অপরিকল্পিতভাবে গাইড ওয়াল নির্মাণের ফলে ধসে পড়ছে। চলতি বর্ষা মৌসুমে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে বৃষ্টি ও বর্ষার পানি ওই সেতুর  দু'পাশ দিয়ে গড়া শুরু করলে স্রোতের চাপে সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সমূলে ধসে পড়ার আশংকা রয়েছে।  ফলে ৪ ইউনিয়নের মানুষের জীবন মান উন্নয়নে ক্ষতিগ্রস্ত হবে। সেই সাথে সরকারের নতুন উন্নয়নও বাঁধাগ্রস্ত হয়ে পড়বে। তারা আরো জানান, সেনগাঁতী গ্রামে ধসে পড়া সেতুর গাইড ওয়াল নির্মাণ কাজ নিম্ন মানের হওয়ায় অল্প সময়ের মধ্যেই ধসে পড়ছে বলে অভিযোগ করেন গ্রামবাসি।
 
এ ব্যাপারে দূর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী জানান, ফুলজোর নদী খনন কাজের সময় বেকোর আঘাতে গাইড ওয়াল ফেটে যায়। গত কয়েক দিন ধরে অতিবৃষ্টি পাতের ফলে ওই ফেটে যাওয়া স্থান দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করায় গাইড ওয়াল ধসে যায়। দ্রæত সময়ের মধ্যে মেরামত কাজ শুরু করা হবে। 
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান ভুঁইয়া জানান, নদী খনন কাজে ব্যবহত বেকো চলাচলে গাইড ওয়াল ফেটে যায়। ফলে অধিক বৃষ্টিপাতের কারণে গাইড ওয়াল ধসে পড়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধসে পড়া গাইড ওয়াল পুঃনির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। 
 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top