জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ৩বারের নির্বাচিত কমান্ডার ও মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ সরকার আব্দুস সালাম বকুল ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি....রাজেউন। তিনি ২২ জুন ভোরে ফজরের নামাজের পর ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭২) বছর। তিনি চারালদার গ্রামের সিকান্দার আলী সরকারের ছেলে। মঙ্গলবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বকুল কমান্ডারের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
বকুল কমান্ডারের মৃত্যুতে শোক ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি, ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক শফিকুল ইসলামসহ বিভিন্নমহল।#
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।