সংবাদ প্রকাশের পর রাস্তা পেলেন একশ পরিবার

S M Ashraful Azom
0
সংবাদ প্রকাশের পর রাস্তা পেলেন একশ পরিবার



কাজিপুর প্রতিনিধি: বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর চলাচলের রাস্তা পেলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের একশ পরিবার। দীর্ঘ পাঁচ বছর যাবৎ রাস্তা বন্ধ করে দিয়েছিলেন ওই গ্রামের প্রভাবশালী মজিবর রহমানের পুত্র আব্দুস সাত্তার। 

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে ইসাহাক উদ্দিন। বন্ধ ওই রাস্তাটির অবস্থান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের দক্ষিন পাড়ায়।

 এ নিয়ে গত ৬ জুন জাতীয় গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। এসময় ঘটনার সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিক ওই রাস্তায় লাগানো গাছপালা কর্তন ও রাস্তায় ঢোকার স্থানে গোবর ফেলা বন্ধের নির্দেশ দেন। 

 বুধবার (১৬ জুন) সকালে সরেজমিন ওই রাস্তায় গিয়ে দেখা গেছে ইসাহাক উদ্দিনের পরিবারের লোকজন ওই রাস্তার অনেকগুলো গাছ কেটে সরিয়ে নিয়েছেন। সেইসাথে রাস্তায় গোবর ঢালাও বন্ধ করেছেন। ফলে ওই রাস্তা দিয়ে সাইকেল, রিক্সাভ্যানগাড়ি নিয়ে লোকজন আবারো চলতে শুরু করেছেন।  

ওই রাস্তা ব্যবহারকারী হাজী মন্টু সরকার জানান, জন্মের পর থেকে জেনে আসছি এই রাস্তাটি খাস জমির উপর দিয়ে গেছে। আমরা একসময় গরুর গাড়ী নিয়ে এই রাস্তা ব্যবহার করে  ফসলাদি বাড়ি  আনতাম। কিন্ত কয়েক বছর পূর্বে ওই রাস্তা ঘেঁষে আব্দুস সাত্তাররা গাছ লাগিয়ে নিজ দখলে নিয়েছিলো। ইউ্এনও স্যারের নির্দেশে এখন আমরা রাস্তা পেয়ে খুব খুশি 

 স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ‘ বিষয়টির সুরাহা হওয়ায় প্রায় তিনশ মানুষের চলাচলের পথ উন্মুক্ত হয়েছে।  

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, দরখাস্ত পেয়েছিলাম। এরইমধ্যে কালেরকন্ঠে নিউজ হলে পিআইও একেএম শাহা আলম মোল্লাসহ আমি সরেজমিন গিয়ে রাস্তা পরিস্কার করতে নির্দেশনা দেই। এখন রাস্তা বের হওয়ায় লোকজনের চলার পথ উন্মুক্ত  হয়েছে। 
 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top