শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম: নিরাপদ প্রাণিজ আমিষ সুনিশ্চিতকরণে চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে অনুমোদনহীন ঔষধ রাখায়, লাইসেন্স না থাকার দরুণ মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ১৩ এর ২ ধারা মোতাবেক এক ফার্মেসীকে ২৫ হাজার টাকা ও প্রাণি চিকিৎসার নামে খামারীদের ধোঁকা দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে অপচিকিৎসায় জড়িত থাকার অভিযোগে ভেটেরিনারি চিকিৎসক পরিচয় দেওয়া এক ডাক্তারকে ২৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন, মানহীন, ভেজাল ঔষুধ বিক্রি করার অপরাধে বিসমিল্লাহ ভেটেরিনারি ফার্মেসীকে ২৫ হাজার টাকা ও প্রাণি চিকিৎসার নামে খামারীদের ধোঁকা দিয়ে অপচিকিৎসা চালানোর অভিযোগে উক্ত ফার্মেসীতে অবস্থান করা ভেটেরিনারি ডাক্তার পরিচয় দেওয়া মোস্তফা সাইফুল্লাহ নামক এক কোয়াক কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, 'বিসমিল্লাহ ভেটেরিনারি ফার্মেসী অনুমোদনহীন, মানহীন, ভেজাল মেডিসিন বিক্রি করতো এবং খামারীদের সরলতার সুযোগ নিয়ে নিজেও এইসব মেডিসিন ব্যবহার করতো; যার ফলশ্রুতিতে অনেক গবাদি পশু মারা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। অপরদিকে প্রাণি চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে খামারীদের ধোঁকা দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে অপচিকিৎসায় জড়িত, এমনকি এন্টিবায়োটিকও প্রয়োগ করে ভূল চিকিৎসা প্রদানের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। তাছাড়া প্রাণিজ আমিষের ক্ষতিসাধন হয় এমন কিছু রুখতেও এ অভিযান চলমান রাখতে বাঁশখালী উপজেলা প্রশাসন বদ্ধপরিকর এবং এ বিষয়ে সকল সচেতন নাগরিক ও খামারীদের সচেতন থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।
অভিযান পরিচালনাকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. তানজীর হোসেন চৌধুরী ও বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।